নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৪ হাজার ৯ শত ৪৫ হেক্টর জমিতে বোরোধান হয়েছে। করোনার ভাইরাসের কারনে কৃষক সংকটে পড়ছে চাষিরা । এবার সেই কৃষকের ধান কেটে দিলো নারী কৃষারীরা।আাজ শুক্রবার ১০টায় উপজেলার বেতকাছিয়া মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ নেতৃত্বে ৩০জন কৃষাণীরা এক অসহায় কৃষকের ১ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দেন।
এ সময় মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর উপদেষ্টা প্রানজুরান বাড়ৈ, শিউলী মধু,পাষ্টার ডমিনিক হালদার সহ স্থানীরা উপস্থিত ছিলেন ।
মনোহর এন্ড স্বরজিনী মেমোরিয়াল স্ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান পাষ্টর মিখায়েল বাড়ৈ বলেন, এরা এলাকার শ্রমজীবী মহিলারা, ঐকবদ্ধ রয়েছে বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড করেছেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।