Nabadhara
ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলা আসামি হলেন সাংবাদিক আসাদুজ্জামান, শেখ হাসিনা প্রধান

নবধারা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক:

সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সা‌থে হত্যা মামলার আসামী করা হ‌য়ে‌ছে স্বরূপকা‌ঠীর সাংবা‌দিক আসাদুজ্জামান আসাদ সহ আ‌রো অ‌নেক‌কে।নথী‌তে উ‌ল্লে‌খিত ঘটনার তা‌রি‌খ থে‌কে আসামী করা ব্যা‌ক্তিরা স্বরূপকা‌ঠি থাক‌লেও তাদের‌কে এ মামলার আসামী করা হ‌য়ে‌ছে।

রাজধানী ঢাকার বাড্ডা থানায় দা‌য়েরকৃত এ মামলার বাদী ভান্ডা‌রিয়া উপ‌জেলার ধাওয়া গ্রা‌মের আব্দুল বা‌রেক হাওলাদা‌রের ছে‌লে মো:সাইফুল।বাদী মামলার নথী‌তে ব‌লেন ভান্ডা‌রিয়া উপ‌জেলার ধাওয়া গ্রা‌মের ছোবাহান হাওলাদারের ছে‌লে মেধাবী শিক্ষার্থী এনামুল হক (২৬) হা‌সিনা সরকার পত‌নের মি‌ছি‌লে অংশগ্রহন ক‌রেন ২০ জুলাই ২০২৪ সকাল ৯ টায়।এসময় ওই মি‌ছি‌লের উপর গু‌লি কর‌লে এম এ জেড হাসপাতা‌লের সাম‌নে পাকা রাস্থার উপ‌রে কপা‌লে গু‌লি লে‌গে তাৎক্ষ‌নিক মৃত্যু বরন ক‌রেন এনামুল।এ ঘটনার ১ মাস ২০‌দিন প‌রে সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে এক নম্বর আসামী ক‌রে ১ থে‌কে দুইশ জন‌কে অজ্ঞাতনামা রে‌খে সা‌বেক একা‌ধিক মন্ত্রী আমলাসহ ১২২ জ‌নের না‌মে অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।

 

এ ব্যাপা‌রে সাংৎবা‌দিক আসাদ জানান নথী‌তে উ‌ল্লে‌খিত ঘটনার দি‌নসহ পূ‌র্বে ও প‌রে এবং বর্তমা‌নেও আ‌মি স্বরূপকা‌ঠি‌তে অবস্থান ক‌রে‌ছি।আ‌মি মামলার ব্যাপা‌রে শু‌নে‌ছি।নথীতে বাদীর দেয়া মোবাইল নম্ব‌রে যোগা‌যোগ কর‌তে চাই‌লেও আ‌মি নম্বর‌টি বন্ধ পে‌য়ে‌ছি।আসাদ আরও জানান ৫ আগস্ট যারা আমার বসতঘর ভে‌ঙ্গে‌ছে তারাই আমা‌কে হয়রানী করার জন্য এ মামলায় আসামী ক‌রে‌ছে।

 

মামলার আ‌রেক অ‌ভিযুক্ত সু‌টিয়াকা‌ঠি ইউ‌পির বর্তমান চেয়ারম্যান ও ইউ‌নিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ‌সিম আকন ব‌লেন আ‌মি ওই‌দিন আমার প‌রিষদে সাধারন মানুষ‌কে নি‌য়ে ছিলাম।‌

 

আ‌রেক আসামী আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ ব‌লেন প্র‌তিপক্ষ সু‌বিধা নেয়ার জন্য এমন মামলায় আমাদের‌কে আসা‌মি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।