শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ ৫ টি গাঁজার গাছ সহ এক কুমড়ো চাষিকে গ্রেফতার করেছে। তবে পুলিশের দাবি সে মাদক ব্যাবসায়ী।
গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ জামাল শেখ (৫০)। সে উপজেলার পূর্ব উজানচর মহিদাপুর গ্রামের মালেক শেখের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে ১৩ ফেব্রুয়ারী বেলা ১১ টার দিকে থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই ফারুক হোসেন সংগীয় ফোর্স নিয়ে মোঃ জামাল শেখ (৫০) এর কুমড়া ক্ষেতের ভিতর হইতে ওই পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করে। এ অপরাধে গ্রেফতার করা হয় জামাল শেখকে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম শুক্রবার সন্ধ্যা সারে ৬ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।