দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
গাজায় সাধারন জনসাধারণের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি “স্টপ জেনোসাইড ইন গাজা’র অংশ হিসাবে পটুয়াখালীর দুমকিতে জনতা ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গল বার (৮এপ্রিল) সকাল ১১টায় দুমকি সরকারী জনতা ডিগ্রী কলেজ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিন করে নতুন বাজার এলাকায় শেষ হয়।
দুমকি সরকারী জনতা ডিগ্রী কলেজ শাখার আহবায়ক আরিফ হোসেন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান রিয়া।
দুমকি সরকারী জনতা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল আলম সাঈদ মৃর্ধার সঞ্চালনায় মানববন্ধন এ উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহদাত হোসেন, ওবায়দুল ইসলাম অভি সদস্য নুরুজ্জামান সিজান, গোলাম কিবরিয়া প্রমুখ।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে ফিলিস্তিন এর নিরিহ জনগনের উপর নির্মম হত্যাযজ্ঞের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে।