Nabadhara
ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আসামি ২২

নবধারা ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

ইউনিয়ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১১ জনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক সাবিকুন নাহার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

২০২২ ও ২০২৩ সালে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের কথা বলে অতিরিক্ত বিল দেখিয়ে প্রায় ২৩ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, ৭ লাখ ৮৫ হাজার কম্বলের অতিরিক্ত বিল দেখিয়ে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এই মামলায় ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান আহসানুল আলম ও মোহাম্মদ সেলিম উদ্দিনকে মামলার আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৭ লাখ ৮৫ হাজার কম্বলের অতিরিক্ত বিল দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়।

এই মামলায় ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান আহসানুল আলম ও মোহাম্মদ সেলিম উদ্দিনকে মামলার আসামি করা হয়েছে।

এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান লে. জে. মোল্লা ফজলে আকবর (অবসরপ্রাপ্ত), সাবেক পরিচালক মিসেস মারজিনা শারমিন,  মো. রাশেদুল আলম, শওকত হোসেন,  মোহাম্মদ ফজলে মোরশেদ,  মিসেস হালিমা বেগম, ওসমান গণি,  মো. মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, সাবেক পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুস সালামকে আসামি করা হয়েছে।

এছাড়া ব্যাংকটির হেড অব এফএডি ও সিএফও রুহুল আমিন, হেড অব পিআরডি একেএম জহির উদ্দীন ইকবাল চৌধুরী,  সিনিয়র ক্যাশ অফিসার মো. বোরহান উদ্দীন চৌধুরী, ক্যাশ ইনচার্জ আব্দুল হালিম, অপারেশন ম্যানেজার মোহাম্মদ রাশিদ শহীদকে আসামি করা হয়েছে।  নারায়ণগঞ্জের ব্যবসায়ী সানি এন্টারপ্রাইজের প্রোপাইটর জনি মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলা : সিএসআরের অর্থে অনিয়ম ও জালিয়াতি

আরেকটি মামলায় অভিযোগ করা হয়েছে, বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের নামে ভুয়া ভাউচার তৈরি করে অতিরিক্ত বিল দেখিয়ে সিএসআর ফান্ড থেকে ১০ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন

সাবেক এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান লে. জে. (অব.) মোল্লা ফজলে আকবর, সাবেক পরিচালক মো. রাশেদুল আলম, ফজলে মোরশেদ, হালিমা বেগম, ওসমান গণি, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, এবং ব্যাংকের দুই কর্মকর্তা রুহুল আমিন ও একেএম জহির উদ্দীন ইকবাল চৌধুরী।

দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।