নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ সোমবার টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধি সৌধ শাখায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপক সরদার তরিকুল ইসলাম।
এসময় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার গ্রাহকগণ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপক সরদার তরিকুল ইসলাম ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানান।