Nabadhara
ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
জানুয়ারি ৪, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ার স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষী ভান্ডার সমবায় সমিতির কর্মকর্তাদের বিরুদ্বে ষড়যন্ত্রে মেতেছে একটি মহল। গতকাল সোমবার সকালে তার প্রতিবাদে সংগঠনের লুটিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লক্ষী ভান্ডার সমবায় সমিতির কর্মকর্তা মোঃ ইমরান চৌধুরী জানান, বিউটি রানী মন্ডল নামে আমাদের সমিতিতে কোন সদস্য নেই। তবে, শুনেছি ওই নামের পরিচিত এক মহিলা গ্রামের নিরীহ লোকদের কাছ থেকে ডিপটিউবওয়েল দেবার নাম করে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এ অপকর্ম জানতে পেরে আমরা ওই নারীকে সমিতিতে আসা নিষিদ্ধ করেছি তাই ওই নারী এখন আমাদের নামে অপপ্রচার চালাচ্ছেন।

সমিতির সভাপতি সভাপতি কুমার ঘোষ বলেন, আমরা স্বেচ্ছা শ্রমে কাজ করছি। সাধারণ মানুষকে স্বল্প খরচে ডিপ টিউবওয়েলের যোগান দিচ্ছি। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি।

তিনি আরো বলেন, কয়েকজন টাউট-বাটপার প্রকৃতির লোকে অনৈতিক সুবিধা না পেয়ে সমিতির সদস্যদের নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। নেতৃবৃন্দ সকল অপপ্রচারের প্রতিবাদ জানান এবং এলাকার উন্নয়নের স্বার্থে সহযোগিতা কামনা করেন।অপপ্রচাররোধে আমরা প্রশাসনিক সহযোগিতা নেবো।সংবাদ সম্মেলনে লক্ষী ভান্ডার সমবায় সমিতির সাধারণ সস্পাদক মাজেদুল হক, অর্থ সম্পাদক সগীর মল্লিক, ম্যানেজার মাহামুদ হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।