মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার পশ্চিম ডুমুরীয়া গ্রামে হাম্বিয়ারা খাতুন (১২) নামে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
২২ জুন (মঙ্গলবার) সন্ধায় এ ঘটনা ঘটে। মৃত হাম্বিয়ারা খাতুন ওই গ্রামের বাবর আলীর মেয়ে ও যোগানীয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, হাম্বিয়ারা ও তার বোন সাবিনা (১৫) এক জায়গায় বসে মোবাইলে ছবি দেখছিল। অতঃপর সাবিনা রান্না করতে যায়। রান্না শেষে হাম্বিয়াকে খুঁজে না পেয়ে ঘরের ভিতর যেয়ে দেখে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আছে। নিহতের ফুফু রুমা বেগম জানান, হাম্বিয়ারার মানসিক সমস্যা ছিল। গোপন সুত্রে জানা যায়, হাম্বিয়ারার সাথে তার চাচাত ভাই আকাশ (১৬) এর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তার বোন সাবিনার সাথে হাম্বিয়ারার ঝগড়া হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোখসানা খাতুন বলেন, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।