রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জীবনের নির্মম মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি—এই মানবিক দর্শন বাস্তবে দেখালেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা–৪ আসনের ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী আজিজুল বারী হেলাল।
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় পা হারানো খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের আরিফুল ড্রাইভার সম্প্রতি পান তার পক্ষ থেকে আর্থিক সহায়তা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আজিজুল বারী হেলালের পক্ষে তেরখাদা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা আরিফুলের বাড়িতে গিয়ে সহায়তা তুলে দেন। এ সময় তারা আরিফুলের চিকিৎসার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, আলমগীর শেখ, ইবাদ শিকদার ও খান গিয়াস উদ্দিনসহ অনেকে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আরিফুল বলেন,“জীবন থেমে গেছে ভেবেছিলাম, কিন্তু আজ বুঝলাম—ভালো মানুষ এখনো আছে। বিএনপি নেতা হেলাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
স্থানীয় নেতারা জানান, আজিজুল বারী হেলাল ভাই শুধু রাজনীতিবিদ নন, তিনি তেরখাদার মানুষের হৃদয়ের মানুষ। দলের ভেতরে-বাইরে তিনি মানবতার রাজনীতি চর্চা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, হেলাল সব সময় বলেন “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির প্রকৃত রাজনীতি।”