Nabadhara
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বান্ধবী অঞ্জনার মৃত্যুতে শোকাহত সাবিনা ইয়াসমিন

নবধারা ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অঞ্জনার মৃত্যুতে শৈশবের বান্ধবী সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন এক সাক্ষাৎকারে বলেন, ‘অঞ্জনা যে এভাবে চলে যাবে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে একটুও বুঝতে পারিনি।’

‘কিছু বলার মতো মনের অবস্থা নেই। তারপরও কিছু বলতে হয়, কখনও তাকে কোনোদিন অসুস্থ শরীর খারাপ দেখিনি। হঠাৎ করে কী যে হলো কিছুই বুঝতে পারছি না।’

শৈশবের স্মৃতির বিষয়ে সাবিনা ইয়াসমিনের ভাষ্য, ‘আমরা তো অনেক অনেক ছোটবেলার বান্ধবী। যখন আমাদের ৬ থেকে ৭ বছর বয়স। আমরা দুইজন একই ওস্তাদের কাছে ক্লাস করেছি, অঞ্জনা গান শিখতো। এরপর বাচ্চাদের অনেক অনুষ্ঠানে যেত আমিও যেতাম সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু।’

শেষে তিনি বলেন, ‘আমরা বড় হবার পরে বিদেশে যখন  অনুষ্ঠানে যেতাম। একসঙ্গে ঘুরাফেরা করতাম। যেটাকে বলে একদম অভিন্ন হৃদয়ের বন্ধু সুতরাং আমি বিশেষ কিছু বলতে পারবো না। আল্লাহ ওর আত্মাকে চিরো শান্তিতে রাখুক এটা চাই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।