Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিলজিতকে নি ষি দ্ধে মোদির কাছে ৫ দফা দাবি

নবধারা ডেস্ক
জুন ২৫, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্ঝ। একধারে অভিনেতা ও সংগীতশিল্পী। দেশ, বিদেশে একাধিক কনসার্টে শ্রোতাদের মন জয় করেছেন। কিন্তু এই তারকা বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন। পেহেলগাম কাণ্ডের পর পাকিস্তানি অভিনেত্রী হানিয়ার সঙ্গে পর্দা ভাগ করে এসেছিলেন সমালোচনায়। এবার তার কনসার্ট বাতিলের দাবি উঠল। শুধু তাই নয়, সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দেওয়া হয়েছে দিলজিতের কনসার্ট নিষিদ্ধের জন্য।

ভারতীয় গণমাধ্যমের খবর, নরেন্দ্র মোদিকে ৫ দফা দাবি নিইয়ে একটি চিঠি দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের। এছাড়াও সোশ্যাল মিডিয়া থেকেও তাকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোট পাঁচ দফা দাবি জানানো হয়েছে। মোদির উদ্দেশে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে-

১. ভারতের সোশ্যাল মিডিয়া থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
২. ইউটিউব, স্পটিফাই, জিওশাভান-সহ সমস্ত ভারতীয় ওটিটি থেকে তার গান এবং ছবি মুছে দিতে হবে।
৩. ভারতে তার লাইভ কনসার্টকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৪. সরকারি কোনো অনুষ্ঠান কিংবা কর্মসূচি থেকে তাকে বাদ দিতে হবে।
৫. ‘সর্দারজি ৩’ ছবি তৈরির আর্থিক উৎসের তদন্ত করতে হবে।

প্রসঙ্গত, গত কয়েকবছর নিজের কাজের মাধ্য়েমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন। একই বছরে ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন।

চলতি বছরে মেট গালায় অংশ নেয় ‘সর্দারজি’। যা সকলের মন কেড়েছে। তবে পাঞ্জাবি এই শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন।

সম্প্রতি পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের পক্ষ থেকে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে। পাসপোর্ট বাতিলেরও দাবি করা হয়েছে। যদিও এসব বিতর্ক নিয়ে মুখ খোলেন দিলজিৎ। পাক অভিনেত্রী হানিয়া আমিরের পাশে দাঁড়ান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।