Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বরিশাল গ্রামীন ও কুটির শিল্প মেলা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ২১, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত  বরিশাল গ্রামীন ও কুটির শিল্প মেলা। প্রতিদিন হাজারো  মানুষের আসা- যাওয়ায় চাঞ্চল্য ফিরে পেয়েছে মেলা  প্রাঙ্গন।

 

বরিশাল সেনানিবাস সংলগ্ন পায়রা সেতুর উত্তর পাশে আয়োজিত দেড় মাসব্যাপী বরিশাল গ্রামীন ও কুটির  শিল্প মেলায় মানুষের উপচে পরা ভীর।

 

বরিশাল জেলা শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দক্ষিণে এবং পটুয়াখালী শহর থেকে মাত্র ৮ কিলোমিটার উত্তরে  দুই জেলার সীমান্তবর্তী বরিশাল সেনানিবাসের পূর্ব পাশে বাকেরগঞ্জের লেবুখালির চরে এ মেলাটি  দুটি জেলার মানুষের মাঝে এক ধরনের সম্পর্কের সেতুবন্ধন রচিত করেছে।

 

অত্র অঞ্চলে বিনোদনের কোন মাধ্যম না থাকায় এই মেলাটি এখন আবাল বৃদ্ধা সবার কাছেই বেশ আলোচনায়। সর্বোপরি বিনোদন এবং কেনাকাটার জন্য এই মেলাটি এখন এক অনন্য  গন্তব্য হয়ে উঠেছে।

 

মেলায় শিশু কিশোরদের জন্য নানা মাধ্যমের রাইডসহ রয়েছে হাউজি, নাগরদোলা, ট্রেন, সার্কাস, উম্মুক্ত মঞ্চে দেশের খ্যাতিমান শিল্পীদের দ্বারা আকর্ষণীয় নৃত্য ও গান পরিবেশন।

 

ইতিমধ্যে মেলার মঞ্চে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী এফএ সুমন, নৃত্য পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও দিঘি।

 

মেলায় রয়েছে কসমেটিকস, শাড়ী, জুতা, খেলনা, ক্রোকারিজ, হস্তশিল্প, কুটির শিল্পসহ বিভিন্ন পন্যের দোকানের পসরা। যেখান থেকে মেলায় আগত দর্শনার্থীরা তাদের পছন্দমত জিনিসপত্র কেনাকাটা করছে।

 

এছাড়াও মেলায় প্রতিদিন বাড়তি আকর্ষণ হিসাবে রয়েছে রেফেল  ড্র। যেখানে ২০ টাকার টিকিটের বিনিময়ে ভাগ্যবান ব্যক্তিরা পাচ্ছেন সোনার গহনা, মোটরসাইকেলসহ নামীদামী  ব্রান্ডের আকর্ষণীয় পুরস্কার।

 

মেলা আয়োজক কমিটির একজন সদস্য জানান, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা ব্যাপক ব্যাবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।