রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ইতালি প্রবাসী বাবুল গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোষ্ট দিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার পিতা আমজেদ গাজী পুত্রের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর-২৭৫, তারিখ ০৬-০৩-২০২৫।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের আমজাদ গাজীর ছেলে দীর্ঘদিন ধরে ইতালিতে চাকুরী করে আসছেন। পিতা আমজাদ গাজী দেখতে পান যে গত ইং ০৫-০৩-২০২৫ তারিখে সকাল সাড়ে ১০ টায় CNG NEWS নামের অজ্ঞাতনামা ফেসবুক আইডি http/www.facebook.com/share/p/5TBa7yVAp দিয়ে বিভিন্ন ধরণের আপত্তিকর পোষ্ট দেয়। মূলত বাবুল গাজী একজন সমাজসেবক। তিনি এলাকায় বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ইতালিতে সুনামের সাথে কাজ করছেন দীর্ঘদিন। তার এই ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করছে। বাবুল গাজী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ছেলের সুনাম নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। এমতাবস্থায় ভবিষ্যৎ ছেলে বাবুলের নিরাপত্তা নিয়ে চিন্তিত ও সঙ্কায় পড়েন আমজাদ গাজী।
একাধিকবার আইডিধারীর সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি জানান, আইডিধারীর একাউন্ট ঢাকা সিআইডিতে পাঠানো হচ্ছে। তাকে পাওয়া গেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।