Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টেন্ডারবা‌জ চাঁদাবাজ‌দের নেছারাবাদ বিএন‌পি‌তে যায়গা হ‌বেনা

মো.আসাদুজ্জামান 
মার্চ ২৫, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো.আসাদুজ্জামান 

নেছারাবাদ উপ‌জেলা বিএন‌পির ব্যানা‌রে ইফতার ও দোয়া অনু‌ষ্ঠিত হয়েছে মঙ্গলবার বি‌কে‌লে।সু‌টিয়াকা‌ঠি ইউনিয়ন হা‌ই স্কুলের মা‌ঠে এ দোয়া অনুষ্ঠা‌নে বিএন‌পি চেয়ারপারসন ‌বেগম খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি এবং দে‌শের মানু‌ষের উন্নয়‌নে দোয়া কর‌া হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দ‌লের সা‌বেক সদস্য ও জেলা বিএন‌পির সদস্য এবং নেছারাবাদ উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি মোঃ ফকরুল আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে ফকরুল আলম ব‌লেন,বিএন‌পি ক‌রে যারা টেন্ডারবা‌জি দখলবা‌জি ও চাদাবা‌জি কর‌বেন তারা দ‌লে থাক‌তে পার‌বেন না।আপনারা সাবধান হ‌য়ে যান। ুবএন‌পির নাম ক‌রে কো‌নো অ‌নৈ‌তিকতা মে‌নে নেয়া হ‌বে না।

 

ইফতার মাহ‌ফি‌লে অনুষ্ঠানে সভাপ‌দিত্ব ক‌রেন নেছারাবাদ উপ‌জেলা বিএনপির সা‌বেক যুগ্ন সাধারন সম্পাদক ও পি‌রোজপুর জেলা বিএন‌পির সদস্য আকতার হো‌সেন রিপন।

এছারা বক্তব্য রা‌খেন নেছারাবাদ উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক ও ঢাকা জজ কো‌র্টের সি‌নিয়র আইনজী‌বি

মোঃ রুহুল আমিন।

বল‌দিয়া ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম্যান ও অত্র ইউপির বিএন‌পি সভাপ‌তি মোঃ শা‌হিন আম‌ম্মেদ,আটঘর কু‌ড়িয়ানা ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি ও সা‌বেক চেয়ারম্যান জা‌কির হো‌সেন নান্টু প্রমুখ।

এছারা উপ‌স্থিত ছি‌লেন নেছারাবাদ উপ‌জেলা সেচ্ছা সেবক দ‌লের সদস্য স‌চিব মিজানু‌র রহমান তিনু,নেছারাবাদ থানা ছাত্রদ‌লের সদস্য স‌চিব মোঃ স‌জিব প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।