Nabadhara
ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর- নড়াইল সড়কে সেনাবাহিনীর অভিযানে ৯ চাঁদাবাজ আটক

মো.জিহাদুল ইসলাম, নড়াইল 
মে ৫, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, নড়াইল 

যশোর টু নড়াইলের হাইওয়ে  সড়কে অবৈধস্থানে চাঁদা তোলার সময় ০৯ চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

 

 

৪মে (রবিবার) রাত ১১ থেকে নড়াইল সদর আর্মি ক্যাম্প অভিযান চালিয়ে পৌরসভার নামে অবৈধস্থানে চাঁদা উত্তোলন করার সময় তাদের আটক করা হয়।

 

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়,  গোপন তথ্যের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ০৯ জনকে আটক করে। আটককৃরা হলেন নড়াইল সদর থানার ভাদুলি ডাঙ্গা গ্রামেরশামছুল হকের ছেলে  মিল্টন (৪০), কালিয়া থানার যাদবপুর গ্রামের আনসার শেখের ছেলে  মোঃ হাসান আলী (৩২), সদর থানায় রামসিধির গ্রামের তোকাম ফকিরের ছেলে  এস এম ইখতিয়ার (৩৭), সদর থানার বোয়ালখালী গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে মোঃ মহিদুল ইসলাম (৪৫) ও হাবিবুল্লাহ (২৭) বাহিরডাঙ্গা গ্রামের মৃত ফুলমিয়া শেখের ছেলে  মোঃ রুবেল শেখ (২৯), ভুয়াখালী গ্রামের টুকুবার সরদারের ছেলে  মোঃ হেলাল (২৪), একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ উদয় হোসেন (১৭) ও লস্কারপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোঃ হাবিব (৩২)।

 

এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৩,৮২০/ টাকাসহ স্টান গান – ০১ টি, চাকু – ০১ টি, রেজিস্টার – ০৪ টি, ব্যাটারি – ১০ টি, সিগন্যাল লাইট -০২ টি, হ্যান্ড লাইট স্টিল – ০২টি, রেইনকোট- ০৩ টি, ছাতা ছোট/বড়- ০৩ টি, মুরি বই – ১৩০ টি , মাল্টিপ্লাগ -০১ টি, সিল -০৩ টি, প্যাড – ০১ টি, সিগন্যাল বেস্ট -০৬ টি ও  ফ্ল্যাগ স্ট্যান্ড – ০৫ টি জব্দ করা হয়। আটককৃতদের নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।