টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টুঙ্গিপাড়া জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা।
টুঙ্গিপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক মো.সালাউদ্দিন শেখ, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “আগামী ২৮ মে ঢাকায় আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। ঢাকার সমাবেশের মূল দায়িত্ব পালন করবে যুবদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ সংখ্যক লোকসমাগমের মাধ্যমে আমরা ২৮ মে’র সমাবেশকে সফল ও স্মরণীয় করে তুলব। গোপালগঞ্জ যুবদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা এই সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করবে।”
তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ মে’র ঢাকার সমাবেশ সফল করতে টুঙ্গিপাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।