Nabadhara
ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
জুন ১, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা আক্তারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের অভিভাবকরা।

 

রোববার (১ জুন, ২০২৫) দুপুরে স্কুলের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

 

অভিভাবকরা জানান, প্রায় ১০ বছর ধরে এই স্কুলে কর্মরত রেহানা আক্তার যোগদানের পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ, স্কুলে অনুপস্থিত থাকা, ক্লাস না করানো, শিক্ষার্থীদের ওয়াশরুম ব্যবহারে বাধা দেওয়া, নিজের কক্ষে খাদ্যসামগ্রী রেখে শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা এবং কথায় কথায় টিসি দেওয়ার মতো আচরণ করে আসছেন।

 

তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক তার আত্মীয়-স্বজনের সরকারি উচ্চপদে চাকরির প্রভাব ও ভয় দেখিয়ে কাউকে তোয়াক্কা করেন না। এসব স্বেচ্ছাচারিতার কারণে প্রতি বছর স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।জেলা প্রশাসক ও শিক্ষা বিভাগে একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিভাবকরা এই মানববন্ধনের আয়োজন করেন।

 

বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক রেহানা আক্তারের বক্তব্য জানতে চাইলে সহকর্মীরা জানান, তিনি প্রশিক্ষণে গেছেন।মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

অভিভাবকরা প্রধান শিক্ষকের অপসারণ ও স্কুলের শিক্ষা পরিবেশের উন্নতির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।