ঝিনাইদহ প্রতিনিধি
টেকসই কৃষি চর্চা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো “মাঠ দিবস”। রোববার (৬ জুলাই) উপজেলার বড় ঘিঘাটি সাতবাড়ি গ্রামে এই আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মূলত বস্তায় আদা চাষ প্রদর্শনের মাধ্যমে কৃষকদের মাঝে উৎপাদনশীলতা ও লাভজনক কৃষি পদ্ধতি ছড়িয়ে দেওয়াই ছিল এ দিবসের উদ্দেশ্য। বস্তাভিত্তিক চাষাবাদের এই প্লটে মাত্র দুই বস্তা আদা বীজ ব্যবহার করেই আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে সফলভাবে চাষ করা হয়েছে, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু। তিনি বলেন,“কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়—এটি এখন টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিজ্ঞানভিত্তিক ও লাভজনক চাষাবাদই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম এবং সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্ঠী চন্দ্র রায়।
স্থানীয় কৃষক আব্দুল হামিদ বলেন,“আগে আদা চাষ নিয়ে ধারণা কম ছিল। এখন বুঝতে পারছি, অল্প জায়গায়ও আধুনিক পদ্ধতিতে ভালো ফলন সম্ভব।”
নারী কৃষক রিনা খাতুন জানান, “প্রথমে একটু দ্বিধা ছিল মাঠে কাজ করতে, কিন্তু আজকের আয়োজন থেকে আমরা অনেক কিছু শিখেছি।”
প্রশিক্ষণ ও প্রযুক্তির সমন্বয়েই কৃষির ভবিষ্যৎ দিবসজুড়ে কৃষকদের জন্য সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন, জৈব প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষিপদ্ধতি ও বাজার সংযোগ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মাঠ পর্যায়ের বাস্তবভিত্তিক এই ধরনের প্রদর্শনী কৃষকদের মাঝে সচেতনতা ও আগ্রহ বাড়াতে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদে উন্নত কৃষি ব্যবস্থার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় নারী ও প্রান্তিক কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে।