
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ লোকমান হোসেন কাজী বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের ট্রেজাজার নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ লোকমান হোসেন কাজী কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের বীর মুুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর ছেলে ও আইঅন টিভি ইউকের প্রতিনিধি।
গত মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সকালে মোহাম্মদ লোকমান হোসেন কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, সাংবাদিক ফয়জুর রহমান, খসরু খান, আব্দুল কাদির আবুল, মাফিজ খান, আব্দুল মালেক পারভেজ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সাংবাদিক আব্দুল আহাদ সুমনকে সভাপতি, আমিরুল ইসলাম বেলালকে সহ-সভাপতি, জয়নাল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ লোকমান হোসেন কাজীকে ট্রেজারার করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
মোহাম্মদ লোকমান হোসেন কাজী বলেন, আমি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছি। এখানের বার্মিংহাম প্রেস ক্লাবের ট্রেজারার নির্বাচিত হয়েছি। এটা আমার জন্মস্থান কোটালীপাড়াবাসীর গর্ব। আমি যুক্তরাজ্যে থেকেও আমার জন্মভূমির মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছি। আমার এই কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।