
নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ২৬ মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো: নবীর শিকদার কে গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সে দক্ষিণ কুশলী গ্রামের ফাইজুল শিকদারের ছেলে।
তার বিরুদ্ধে মাদক অস্ত্র ও চুরি সহ মোট ২৬ টি মামলা রয়েছে।
টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ নবধারা কে বলেন, মাননীয় পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমি, সঙ্গীয় এসআই/ ওবায়দুর রহমান, এসআই কামরুল ইসলাম, এসআই/ বদিয়ার রহমান, এসআই/ অমল চন্দ্র সরকার, এসআই / কাজী আফজাল শাহীন ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১টি জিআর সাজা ও ১টি জিআর (মোট ২ টি) গ্রেফতারী পরোয়ানা ভূক্ত চিহ্নিত মাদক ব্যাবসায়ী মোঃ নবীর শিকদার কে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করি। গ্রেফতারকৃত মোঃ নবীর শিকদার এর বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরিসহ মোট ২৬ (ছাব্বিশ) টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।