টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা এ কর্মসূচীর আয়োজন করে।
আজ বুধবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপ পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো: রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর ্আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ধর্মীয় আলোচনা করেন, খাদেমুল ইসলাম মাদ্রাসা গওহরডাঙ্গার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ মুফতী মাহমুদুল হাসান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা নওয়াব আলী। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।