1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ আ:লীগ নেতার পদ থেকে অব্যহতি

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫৪৩ জন নিউজটি পড়েছেন।

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ :

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগের হিড়িক পড়েছে নেতাকর্মী মাঝে। দলীয় প্রার্থী বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে ৫ নেতা কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে।

তবে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগ বলছে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নয় শারীরীক অসুস্থতা দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

রবিবার (৩১ অক্টোবর) রাতে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন আনু ও সাধারন সম্পাদক মো: সিরাজ মোল্যা স্বাক্ষরিত ৫টি পত্রে এসব তথ্য জানাগেছে। গত ২৮ অক্টোবর পদত্যাগকারী নেতারা পদ থেকে অব্যাহতি চেয়ে অব্যাহতি পত্র দিয়েছিলেন।

দল থেকে পদত্যাগ করা নেতারা হলেন, কাশিয়ানী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মহসিন শেখ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এম লিয়াকত হোসেন টুলু, যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাচান আরজিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমির হোসেন ও কার্যকরী সদস্য সাহাদাত হোসেন।

 

জানাগেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ১৪টি ইউনিয়নের মধ্যে ৭টিতে দলীয় প্রার্থী ও বাকী ৭টি ইউনিয়নে দলীয় প্রার্থী ছাড়াই উন্মুক্তভাবে নির্বাচন হবে।

 

গোপালগঞ্জ-১ আসনের অন্তর্গত কাশিয়ানী সদর, মহেশপুর, রাতইল, পারুলিয়া, সাজাইল, মাহামুদপুর ও রাজপাট ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হবে। তবে গোপালগঞ্জ-২ আসনের অন্তর্গত ওড়াকান্দি, বেথুড়ী, হাতিয়াড়া, সিংগা, নিজামকান্দি, পুইশুর ও ফুকরা ইউনিয়নে উন্মুক্তভাবে নির্বাচন হবে।

 

কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. মশিউর রহমান খানের প্রতিদ্বন্দ্বি হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী খোকন সিকদার। এ নিবার্চনকে কেন্দ্র ওই ৫ নেতা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দেন। পরে তাদের পদত্যাগ পত্র গ্রহন করে তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

 

অব্যহতি পাওয়া কাশিয়ানী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মহসিন শেখ বলেন, আমি এখন খুব অসুস্থ। আমার দুই দুই বার হার্টে রিং পড়াতে হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য ঢাকা রয়েছি। অসুস্থ শরীর নিয়ে দল চালানো সম্ভব হচ্ছে না। তবে দলথেকে অব্যহতি নিলেও এখনো আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আমার কর্মকান্ড চলবে।

 

অব্যহতি পাওয়া সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমির হোসেন বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটি। এভাবে ১০০ ভাগলোক আওয়ামী লীগ করে। তারপরেও এখানে ১৪টির মধ্যে ৭টিতে দলীয় প্রার্থী ও ৭টিতে উন্মুক্ত নির্বাচনদেয়া হয়েছে। আমরা দলীয় প্রার্থী না দিয়ে উন্মুক্ত ভাবে নির্বাচন দিতে বলেছিলাম কিন্তু তাদেয়া হয়। কাশিয়ানী সদর ইউনিয়নে যাকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে তিনি অযোগ্য। যোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। যে কারনে দলীয় প্রার্থীর পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছি।

 

কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে নয় তারা শারীরীক অসুস্থতা দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাদের অব্যাহতি পত্র গ্রহন করে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

তিনি আরো বলেন, দলীয় প্রার্থী যারা হয়েছেন তাদের পক্ষে সকলেই কাজ করছেন। এখানে কোন বিদ্রোহী প্রার্থী নেই তবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের সকল নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন।

 

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া জানান, ওই ৫জন দলীয় পদ থেকে অব্যাহতি চাইলে তাদেরকে অব্যহতি দেয়া হয়েছে। কেউ দলে থাকতে না চাইলে রাখার কোন প্রয়োজন নেই।

 

অব্যহতি পাওয়া ওই নেতারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতেই অব্যাহতি নিয়েছেন। তা না হলে তারা কেন নিবেন। #

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION