Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় বিএনপি’র প্রার্থী হেলালের পোস্টার ছেঁড়ার অভিযোগ, তদন্তে মাঠে পুলিশ

খুলনা প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলালের ধানের শীষ মার্কার পোস্টার ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

জিডি সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর বিকেলে তেরখাদা উপজেলার ৬নং মধুপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিণ মোকামপুর এলাকায় ধানের শীষ মার্কার পোস্টার গাছে, দেওয়ালে ও বিভিন্ন স্থানে লাগানো হয়। কিন্তু পরদিন ১১ নভেম্বর ভোরের দিকে ওই এলাকার বিভিন্ন জায়গায় ছেঁড়া পোস্টার পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে অ্যাডভোকেট শহিদুল ইসলাম স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, “এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে। বিএনপির জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ গোষ্ঠী ভয় পেয়েছে, তাই আমাদের প্রার্থীর পোস্টার ছিঁড়ে রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা আইনগত পথে এর বিচার চাই।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মো. মতিয়ার মুল্লা, মো. মোজাম্মেল মুন্সী, মো. জামাল ফকির ও মো. হেলাল শেখসহ আরও অনেকে। তারা সবাই বলেন, রাতের কোনো এক সময় কে বা কারা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে রেখে গেছে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে কিছু আলামত পেয়েছি। ধারণা করা হচ্ছে, সাত-আট বছরের কিছু শিশু পোস্টার ছেঁড়েছে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যদি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি মেহেদী হাসান আরও বলেন, “এই ঘটনায় অযথা রাজনৈতিক বিভ্রান্তি তৈরি না করে, সকল পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।”

এদিকে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এটি রাজনৈতিক হয়রানির একটি অংশ, যা নির্বাচনের মাঠে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে পারে।

তেরখাদা থানার সাধারণ ডায়েরি করা হয়েছে ।পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্তের পরই দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।