নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জেলা পুলিশের পৃথক অভিযানে মোট ৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দিনব্যাপী বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে রায়পুরা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জানা গেছে, রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদাবাদ পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জয়নুল ইসলাম (৩০)-কে আটক করে। তার বাড়ি সিলেট জেলার জাফরগঞ্জ থানার সহিদাবাদ গ্রামে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একই দিনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে মাধবদী থানার পৌলানপুর এলাকায় জনৈক ভিপি হাফিজের মালিকানাধীন টিনসেড ঘরের দক্ষিণ পাশের রুম থেকে নাসিমা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি পৌলানপুর গ্রামের জামান মিয়ার স্ত্রী।
দ্বিতীয় অভিযানে, ডিবির অপর একটি টিম নরসিংদী মডেল থানার তরোয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাফী (৪৭)-কে গ্রেফতার করে। তিনি তরোয়া গ্রামের মৃত হোসেনের পুত্র।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এর প্রক্রিয়াধীন।

