Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে দুইজন নিহত: এক মামলায় আসামি ২০৬ জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত দুইজনের ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নিহত আরিফ মীরের স্ত্রী পারুল বেগম সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মোট ২০৬ জনকে আসামি করা হয়েছে।

 

মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিককে প্রধান আসামি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানকে দ্বিতীয় আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার জানান, চরাঞ্চল এলাকায় অপরাধ দমন কিছুটা চ্যালেঞ্জিং হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, “পুলিশের উপস্থিতি টের পেলে তারা পালিয়ে যায়—তবে এবার ব্লক করে অভিযান চালানো হবে। আমরা কাউকে ছাড় দেব না; ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ব্যক্তিগত আধিপত্যকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে। একপক্ষের নেতৃত্বে রয়েছেন আতিক মল্লিক ও ওয়াহিদ রায়হান, অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন মোল্লা উজির আলী ও জাহাঙ্গীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।