রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এ নিয়োগের আগে মো. মোখতার আহমেদ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ ব্যবস্থাপনার জন্য তিনি পরিচিত।
নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের পাশাপাশি পদাধিকারবলে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন। ফলে মহানগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সেবা-পরিচালনা ও প্রশাসনিক কর্মকাণ্ড সরাসরি তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের প্রশাসনে অভিজ্ঞ এই কর্মকর্তা নতুন দায়িত্ব গ্রহণের পর দ্রুত খুলনায় যোগদান করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

