মোঃ আসাদুজ্জামান,স্বরূপকাঠি প্রতিনিধিঃ
স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউপির বালিহারী গ্রামের এক অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ।স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত জয়ের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান আহম্মেদ ইমুর সহযোগিতায় একাধিক ছাত্রলীগ কর্মী ধান কাটায় অংশ গ্রহন করেন।
ইমু জানান ১১৯ শতক জমির ধান আমরা ২১ জন ছাত্রলীগ কর্মী সকাল সারে ৯টায় শুরু করে দুপুরের পর ধান কাটা শেষ করে কৃষকের নৌকায় উঠিয়ে দেই। উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয় বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালন করতে স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগ সবসময় প্রস্তুত।
রনি আরো বলেন উপজেলার কোথাও কোনো কৃষক ধান কাটা সহ যে কোনো সমস্যার সন্মুখীন হলে আমাদের ০1711339972, ও 01711-048258 নম্বরে যোগাযোগ করলে আমাদের স্বরূপকাঠি ছাত্রলীগ তাদের পার্শে থাকবে।