সুজন মজুমদার,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হায়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ী ইকরাম শেখ রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও ওই অভিযোগে দাবী করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের একটি হিফজুল কুরআন মাদরাসার পরিচারক পদে থেকে সুনামের সাথে কাজ করে আসছিলেন। মাদরাসাটির ছাত্ররা মাদরাসার খাবার খেয়ে একের পর এক অসুস্থ হচ্ছিল। এরপর মাদরাসা কর্তৃপক্ষ আমাকে মাদরাসা থেকে চলে যেতে বললে তিনি চাকরী ছেড়ে চলে যান। কয়েকদিন পূর্বে ওই মাদরাসার ছাত্ররা আবারো অসুস্থ হয়। এ ঘটনায় ইকরাম কে অভিযুক্ত করে থানায় ও যৌথবাহিনীর কাছে অভিযোগ করেন মাদরাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে আমাকে অব্যাহতি দেন। এরপরেও বাসস্টান্ডের লিয়াকত হাওলাদার, শাহিন শেখ ও আতিয়ার ফকির আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। তারা বার বার আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের অসত্য তথ্য দিয়ে হায়রানি করছে। এতে তারাও তাদের ষড়যন্ত্র করতে নিষেধ করলেও তারা কোন কিছুই মানছে না।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির, আতিয়ার ফকির, শাহিন ও লিয়াকত হোসেনের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ করে বলেন, ইকরাম ভালো না। অভিযোগের বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।