এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১নভেম্বর) দুপুর ১২টার দিকে নবাগত ইউএনও সঞ্চিতা বিশ^াসের সাথে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায়, এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভুমি) দেবাশীষ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুম রাণী মজুমদার,জামায়াতের সদর উপজেলা আমীর হাফেজ মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ,শরীফ মুনীর হোসেন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আকরাম শাহিদ চুন্নু, এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।
নবাগত ইউএনও বাল্য বিবাহ প্রতিরোধ,ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,দ্রব্যমূল নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, শিক্ষা ও শিল্প সংস্কৃতির মানোন্নয়ন,অনলাইন প্রতারণা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ,চিত্রা নদী দখল ও দূষণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃংখলা রক্ষায় অপরাধীকে ছাড় দেয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।