সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
দুইটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও সহযোগী আলমগীর মীরকে আটক করেছে মোংলাস্হ কোষ্টগার্ড পশ্চিম জোন এর একটি অভিযানিক দল।
১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খুলনার দাকোপ এলাকার ঠাকুরবাড়ী খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসাবুর ও আলমগীর খুলনার দাকোপ উপজেলার সুতারখালী এলাকার বাসিন্দা। আটক আসাবুরের নামে দাকোপ থানায় একটি অবৈধ অস্ত্র মামলা ও দুটি ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে। আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র ও আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্হা নিতে দাকোপ থানায় হস্হান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন এর অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ শামসুল আরেফীন বিষয়টা নিশ্চিত করেছেন।