1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

যবিপ্রবিতে আয়োজিত হলো চাঁপাই উৎসব

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ জন নিউজটি পড়েছেন।

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যবিপ্রবির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই উৎসব। অনুষ্ঠানে যবিপ্রবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (৩১ জানুয়ারি ) মধ্যাহ্ন ভোজের পর বিশ্ববিদ্যালয়ের কড়ইতলায় মোঃ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

শিক্ষার্থীরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় তাদের অবদান রেখে চলেছে। আমরা সবাই একটি পরিবারের মতো। এখানে কেউ কোনো বিপদে পড়লে আমরা সবাই মিলে সেটা সমাধান করার চেষ্টা করি। নবীন যারা এসেছো তাঁরা মানবিক মানুষ হওয়ার পাশাপাশি নিজেদের পড়ালেখা ও দক্ষতার দিকে খেয়াল রাখবে। মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করবে। এছাড়া নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন বক্তারা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সন্তান ও যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেফাউর রহমান। তিনি বলেন, ছাত্ররা কোনো প্রোগ্রাম করলে পাসে থাকার চেষ্টা করি। আমি একজন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে ছিলাম। আমি বুঝি ইউনিভার্সিটি লাইফে একতাবধ্য থাকলে অনেক সাহায্য পাওয়া যায়। আমি সেই চিন্তা করে সবাইকে একতাবদ্ধ করার লক্ষ্যে ছাত্রদের পাশে থাকি। আমি আশা করবো আমরা যারা এখানে এসেছি ঐক্যবদ্ধ হয়ে থাকবো। দেশের যেকোনো প্রান্তে থাকি না কেন, আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি। আর এমন কিছু আমরা করবো না যাতে আমাদের সম্মানহানি হয়।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মিনহাজ উদ্দিন মনির এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শুভাশিস দাস শুভ ও চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

 

এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে খেলাধুলা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION