বিশেষ প্রতিবেদক,নবধারা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক আজাদকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজাদ স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক। তাকে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাটগাতি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় সাংবাদিক আজাদসহ কয়েকজনকে আসামি করা হয়।
পুলিশের দাবি, সাংবাদিক আজাদ সংঘর্ষে জড়িত ছিলেন এবং তিনি পুলিশের কাজে বাধা দিয়েছিলেন।