1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নবধারা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২০০ জন নিউজটি পড়েছেন।

“কাজী আকরাম উদ্দিন আহমদ স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ২৫ বছর। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ অগাস্ট তিনি পদত্যাগ করেন।”

 

দুর্নীতির অভিযোগ থাকায় স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, তার ছেলে ও ব্যাংকটির পরিচালক কাজী খুররম আহমদসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

 

ঢাকার মহানগর জেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বুধবার দুদকের পৃথক তিন আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

 

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন- মশিউর সিকিউরিটিজ সিটি সেন্টারের চেয়ারম্যান মশিউর রহমান, তার দুই ছেলে পরিচালক মোগল জান রহমান ও জিয়াউল হাসান চিশতী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাসেম কাসু, তার স্ত্রী আসমা কাসেম, মেয়ে উম্মে কুলসুম ও ছেলে আশরাফ ফজল অনিক৷

 

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের করা আবেদনে বলা হয়, কাজী অআকরাম ও তার ছেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভূয়া সনদের মাধ্যমে নিকটাত্মীয়দের চাকরি দেওয়া, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণসহ বিভিন্ন উপায়ে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

 

১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান পদে ২৫ বছর ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমদ। গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ অগাস্ট তিনি পদত্যাগ করেন।

 

কাজী আকরাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।

 

মশিউর রহমান এবং তার দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেছেন, তাদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।

 

আর আবুল কাসেম পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক সৌরভ দাশ।

 

আবেদনে বলা হয়, আবুল কাসেমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

 

ষুষ্ঠ তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয় এসব আবেদনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION