1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

পিরোজপুরে অপহরণ: ৩ জনের ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯৭ জন নিউজটি পড়েছেন।

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানীতে মো: রুবেল হোসেন (৩৪) নামে একজনকে অপহরণের মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু।

 

দণ্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলেন ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের ছেলে ইলিয়াছ ফকির (৪৩), তার ভাই আবুল ফকির (৪৬) এবং একই উপজেলার ইন্দুরকানী গ্রামের আ.ছত্তার খানের ছেলে রুহুল খান (৫০)।

 

ভুক্তভোগী রুবেল হোসেন একই উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মো: মুনসুর আলীর ছেলে।

 

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় সেউতিবাড়ীয়া প্রফেসার বাড়ি মসজিদে নামাজ পড়ার সময় ইলিয়াছ, আবুল ও রুহুল মসজিদে ঢুকে রুবেল হোসেনকে অপহরণ করেন। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর মোটরসাইকেলে করে তাকে টগড়া ফেরিঘাট এলাকায় নিয়ে গিয়ে মারধর করে হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে এবং পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে রুবেল হোসেন ঘটনার আট দিন পর ইন্দুরকানী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে ১০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION