নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচনের ব্যালট পেপার ও বাক্স পৌঁছে গিয়েছে সবকটি কেন্দ্রে কেন্দ্রে ।আগামীকাল শনিবার ৩০ শে জানুয়ারি টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ।আজ শুক্রবার বিকাল ৪ টায় নির্বাচনের সরঞ্জামাদি ব্যালট বাক্স পৌঁছে গেছে প্রতিটি কেন্দ্রে ।ইতমধ্যে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর রয়েছে সরব উপস্থিতি।
জেলা রির্টানিং অফিসার ফয়জুল মোল্লা বলেন, আইন শৃংখলা বাহিনী ও ম্যাজিষ্টেট মাঠে রয়েছে। আশা করি শান্তিপূর্নভাবে নির্বাচন সমাপ্ত হবে।