Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেদরগঞ্জে বিএনপির আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত

শাহীন আহমেদ,শরীয়তপুর প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

শাহীন আহমেদ,শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী জননেতা আলহাজ্ব মাহফুর রহমান কিরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকুমারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউছুফ আলী খোকন মোল্লা, এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাকির মোল্লা।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছে। দলের প্রতিটি নেতাকর্মীকে এখন ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করতে হবে।”

প্রধান অতিথি আলহাজ্ব মাহফুর রহমান কিরণ বলেন,
“জনগণ আজ পরিবর্তন চায়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। বিএনপির প্রতিটি কর্মীকে মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আগামীর নির্বাচন হবে জনগণের অধিকার ফেরানোর লড়াই।”

তিনি আরও বলেন,“শরীয়তপুর-৩ আসনের প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সংগঠিত করতে এ ধরনের সভা অব্যাহত থাকবে। দলীয় প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদল সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সরদার, সখিপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বালা, কৃষকদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উত্তর তাড়াবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামী, সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সম্রাট মোল্লা, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, মহিলাদলের আহ্বায়ক হাবিবা মুন্নি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা এবং ছাত্রদল নেতা কাকন সরদার প্রমুখ।

এ সময় চরকুমারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।