মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে ইসরাফিল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসরাফিল গাছ কাটার কাজ করছিলেন। গাছ কাটার পর তা গাড়িতে তোলার উদ্দেশ্যে কাঁধে তুলে হাঁটার সময় গাছের ভার সইতে না পেরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা তাকে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুর জেলায়। তিনি মুন্সীগঞ্জ সদরের আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় গাছ কাটার শ্রমিক ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

