Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। বুধবার সকালে জেলা শহরের একটি সাংবাদিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ নভেম্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর মাঝকান্দি গ্রামের এবেল ভুইয়ার ছেলে রহমান ভুইয়া পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেন। এ ঘটনার তিন দিন পর, অর্থাৎ ৬ নভেম্বর নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে রহমানের স্ত্রী রেকছোনা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। রেকছোনা বেগম জানান, সাত বছর আগে সদর উপজেলার এওজ গ্রামের ফজলুল হক খানের মেয়ে রেকছোনা বেগমের সঙ্গে রহমান ভুইয়ার বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে কিছুদিন ধরে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রহমানের মৃত্যুর সময়ও তিনি সেখানে ছিলেন বলে দাবি করেন রেকছোনা।

সংবাদ সম্মেলনে রেকছোনা ও তার পরিবারের সদস্যরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মামলায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।