নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
দেশে ফরেনসিক সায়েন্স ও সাইবার সিকিউরিটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উদ্দেশ্যে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক সায়েন্স এন্ড সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এই ইনস্টিটিউটে ভবিষ্যতে ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস, ক্রিমিনোলজি এন্ড ফরেনসিক ইনভেস্টিগেশন, ফরেনসিক সায়েন্স, সাইবার সিকিউরিটি এন্ড ডিজিটাল ফরেনসিকস, এবং ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন ইউনিভার্সিটির সাথে সমঝোতা চুক্তি করেছে। এ ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর সঙ্গে যৌথ উদ্যোগ শুরু করতে যাচ্ছে।
গবেষণার ক্ষেত্রে যুক্তরাজ্যে তৃতীয় ও বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০৪তম স্থানে থাকা ইউনিভার্সিটি অব পোর্টসমাউথে বর্তমানে ৮২টি দেশের শিক্ষার্থী অধ্যয়নরত। এখানে রয়েছে যুক্তরাজ্যের বৃহত্তম স্কুল অব ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস ফ্যাকাল্টি, যা গত ২৫ বছর ধরে যুক্তরাজ্য পুলিশের প্রশিক্ষণ প্রদান করে আসছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক সভায় ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের প্রতিনিধিরা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান। সভায় উপস্থিত ছিলেন স্কুল অব ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস ফ্যাকাল্টির গ্লোবাল এনগেজমেন্ট সহযোগী প্রধান প্রফেসর ড. গ্যারি ডাল্টন, আইসিজেএস-এর ফরেনসিক স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন ইয়ারওয়াকার এবং ইউওপি গ্লোবালের বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মোঃ নুরুজ্জামান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সভায় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ইনস্টিটিউটের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, সকল ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক এবং ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন এখন শুধু স্থানীয় নয়, বৈশ্বিক ইস্যু। এই খাতে দক্ষ জনবল তৈরি হলে দেশের নিরাপত্তা নিশ্চিত হবে এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, অল্প খরচে শিক্ষার্থী ও শিক্ষকরা ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি সই এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম শুরু হবে।

