Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় তারুণ্যের উৎসব

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
নভেম্বর ১২, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবে চুকবল, ম্যারাথন দৌড়, বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, সাইক্লিং, বইমেলা, কারুশিল্প ও উদ্যোক্তা মেলা, পিঠা উৎসব, চিত্র প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সচিব ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি উপজেলা জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন খাবার, হস্তশিল্প ও পোষাক প্রদর্শনী দেখেন। পরিবেশ সচেতন উদ্যোগ “বিডি ক্লিন কালীগঞ্জ” প্লাস্টিক বোতল জমা দিয়ে চারা গাছ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এছাড়া, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন, ৯ দফা আন্দোলন ও ছাত্রদের ওপর হামলার ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা হয়।

ফাইনাল ফুটবল খেলায় বক্তারপুর ইউনিয়ন পরিষদ ২-০ গোলে তুমলিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উৎসবের সমাপ্তি হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে।

উৎসবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।