Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩ জন

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের প্রবাসী টিটু সরদারের বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা,পেট্রোল, বোমা তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আটককৃতরা টাঙ্গাইলের আলতাফ হোসেনের ছেল রাজ ইসলাম,চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব ও সুনামগঞ্জের জালাল মিয়ার ছেলে জিয়াউর রহমান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই গ্রামের ওমান প্রবাসী টিটু সর্দারের বাড়ীর নির্জন ৪ চালা টিনের বসত ঘরের ভিতর ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রল বোমা, ককটেল বোমা তৈরি সরঞ্জাম সহ তিন যুবককে আটক করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্স নিয়ে আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে ওই বাড়িটিতে অভিযান চালানো হয়।

এ সময় বোমা তৈরিতে ব্যস্ত ছিল ওই তিন যুবক, আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গেলে তিনজনকেই আটক করতে সক্ষম হয় এ সময় একজন হাতে আহত হয়। আমরা সকল যন্ত্রপাতিসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে বিস্তারিত প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।