Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মহাসড়কে নিরাপত্তা জোরদার, যৌথ বাহিনীর তল্লাশি  

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আগামী (১৩ নভেম্বর ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজবাড়ীর গোয়ালন্দে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকাল থেকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ একাধিক যায়গায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

সরেজমিন বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে দেখা যায়, যৌথ বাহিনীর সদস্যরা চেকপোষ্ট বসিয়ে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সড়কে চলাচলরত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন।

তল্লাশির সময়ে বিভিন্ন গণপরিবহনে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি করা ছাড়াও মুঠোফোনের গ্যালারি ঘেঁটে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা, সেটাও যাচাই করে যৌথ বাহিনী।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, সেনাবাহিনীর মেজর আহাদুজ্জামান শুভ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আল মামুন সহ তিন বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর প্রবেশপথ, গোয়ালন্দ উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘চেকপোস্ট থেকে সন্দেহভাজন কেউ থাকলে তাকে আটক করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।