দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ এ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে জুলাই-আগষ্টের ছাত্র জনতা বিপ্লবে রাজধানীতে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিন এর পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
রবিবার (৩০ মার্চ) বিকাল ৩টায় পরিবারের সদস্যদের নিকট এ ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মাকসুদ আহমেদ বাইজীদ পান্না , মোঃ তৌফিক আলী খান কবির জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক , উপজেলা বিএনপির নেতা জসীম উদ্দিন হাওলাদার , মতিউর রহমান দিপু , ফেরদাউস আলম সহ জেলা , উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ,সহযোগী, সংগঠনের নেতা কর্মী উপস্থিতি ছিলেন।