1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

যবিপ্রবিতে মাল্টিপারপাস রোভার ওয়ার্কশপ অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৩ জন নিউজটি পড়েছেন।

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা মাল্টিপারপাস রোভার ওয়ার্কশপ ২০২৫।

 

রবিবার (১৮ মে)সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভার শাখার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় জেলার বিভিন্ন রোভার ইউনিটের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে রোভার প্রশিক্ষণ কার্যক্রম, সংগঠন ও সমাজ উন্নয়নমূলক বাস্তবায়িত ও অনাবাস্তবায়িত কাজের পর্যালোচনা, ২০২৫-২৬ সালের কর্মপরিকল্পনা প্রণয়ন, ইউনিট নবায়ন ও সদস্যপদ গ্রহণ প্রক্রিয়া নির্ধারণ এবং রোভার কার্যক্রমের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা ও গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে নির্বাহী কমিটির সভা, প্রশিক্ষণ কার্যক্রম, দিবস উদযাপন, বন্যার্তদের সহায়তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় রোভারদের অংশগ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয়।

 

কর্মশালায় যশোর জেলা রোভার কমিশনার সৈয়দ আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক মো. মফিজুর রহমান বলেন,রোভার স্কাউট কার্যক্রমকে গতিশীল রাখতে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও আরও আন্তরিকভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখব। এই কার্যক্রমকে টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে রোভার স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

 

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি তৃতীয় ভাষা শেখার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সফট স্কিল উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION