Nabadhara
ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‎১২ দিনের ছুটিতে কবি নজরুল কলেজ, শিক্ষার্থীদের ঈদের প্রস্তুতি শুরু ‎

Link Copied!

কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি

‎ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজ প্রশাসনের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি আগামী ৩ জুন (মঙ্গলবার ) থেকে শুরু হয়ে ১৪ জুন (শনিবার)  পর্যন্ত চলবে।

‎আজ রবিবার (১লা জুন ) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য জানানো যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। আরও বলেন, সরকার নির্ধারিত কর্মদিবসে কলেজের অফিস ও বিভাগসমূহ যথারীতি চলমান থাকবে।

‎ছুটি শেষে কলেজে নিয়মিত শ্রেণি কার্যক্রম ১৫ জুন (রবিবার) থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

‎কলেজের অধ্যক্ষ বলেন, “ছাত্র-ছাত্রীদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে এবং পারিবারিক পরিবেশে ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতেই এই ছুটি দেওয়া হয়েছে।”

‎ছাত্রছাত্রীদের মধ্যে ছুটি ও ঈদ উদযাপনকে ঘিরে দেখা দিয়েছে উৎসবের আমেজ। অনেকেই ইতোমধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।