নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরের কাঠালতলা নামক স্থানে শ্রীরামকাঠী মহাবিদ্যালয়টি(প্রস্তাবিত) পরিদর্শন করেছেন সহকারী কলেজ পরিদর্শক ।
শনিবার সকালে পিরোজপুর জেলার নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দরের কাঠালতলা নামক স্থানে শ্রীরামকাঠী মহাবিদ্যালয়টি(প্রস্তাবিত) পরিদর্শন করেছেন,বরিশাল শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল বাশার পরিদর্শন কালে উপস্থিত রাজনৈতিক ব্যক্তি,শিক্ষক মন্ডলী, আইনজীবী,সাংবাদিক,স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিতি এ সময় উপস্থিত ছিলেন।
মহাবিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি এস এম রোকোনুজ্জামানের সভাপতিত্তে,ফারুক হোসেন হাওলাদারে সঞ্চলনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ঠাকুর চাদঁ মজুমদার, প্রভাষক মৃদুল, মাঝি, প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, হান্নান মৃধা, মিজানুর রহমান (মিঠু) । এসময় নাজিরপুর কলেজ,মাটিভাঙ্গা কলেজ, ঘোষকাঠী কলেজের অধ্যক্ষ সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ জনসাধারণ উপস্থিত ছিলেন।