মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :
দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শিউলি নারী উন্নয়ন সংস্থা। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পূর্বনওখন্ডা গ্রামে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শিউলি নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সম্পাদিকা বিলকিচ বেগম ও এস এম দেলোয়ার হোসেন এ কম্বল বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাহবুব, সাবেক ইউপি সদস্য রিয়াজ কাজী, স্থানীয় উয়ার্ড আওয়ামী লীগ সভপতি হুমায়ুন মিয়া ও সাধারণ সম্পাদক লিটন মিনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে শেলি বেগম আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, সরকারি সহায়তা আসে। কিন্তু কোনোদিন আমরা সেটা পাই না। এত শীত গেল কেউ একটা শীতের কাপড়ও দেয়নি। আজ আমাকে এই মানুষগুলো ডেকে এনে একটা কম্বল দিল। আল্লার কাছে দোয়া করি যারা এই মহৎ কাজ করেছে আল্লাহ তাদের যেন সুখে শান্তিতে রাখে।