নবধারা ডেস্কঃ
গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা সাড়ে ১১ টায় তাদের এ বৈঠকে শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে এবং নরেন্দ্র মোদী দিল্লিতে তার দপ্তর থেকে এ বৈঠকে অংশ নিয়েছিলেন।
করোনা ভ্যাকসিনের বিষয়ে বৈঠকে নরেন্দ্র মোদি জানান, বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা ভ্যাকসিন পাবে।
স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আগামী বছরের ২৬ মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।