নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান আন্তজার্তিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল্লাহ,নব নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অসিম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি জোনাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, , থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।