নিলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিনিধিঃ
মহান আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো গীতিনাট্য “ইতিহাস কথা কও”। এই ভূখন্ডের স্বাধীনতা এবং সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে লড়াই সংগ্রামের কাহিনি অবলম্বনে মাহামুদ সেলিম রচিত ও নাজমুল ইসলামের নির্দেশনায় এই গীতিনাট্য পরিবেশিত হয়।
আজ রবিবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়মে টুঙ্গিপাড়া শিল্পকলা একাডেমি আয়োজনে গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী এ নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল্লাহ, সহকারী কমিশনার ( ভূমি) দেদারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক আনিুচুর রহমান রাজু, টুঙ্গিপাড়া উদীচীর আহবায়ক মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।।টুঙ্গিপাড়া উদীচীর সহযোগীতায় এ নাটক গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন।
গীতিনাট্যে রয়েছে প্রাচীন বঙ্গ, সমতট, হরিকেল, রাঢ়, বরেন্দ্র প্রভৃতি জনপদ। পরবর্তীকালে বৃহৎ-বঙ্গসহ ভারতীয় উপমহাদেশের রাজা ও জমিদারদের ক্ষমতার লড়াই। ধর্ম-বর্ণ সম্প্রদায় নির্বেশেষে শান্তির জনপদ ছিল এই বাংলা। কিন্তু বেনিয়া ইংরেজ যখন রাজাসন দখল নিতে শুরু করল। তখন থেকে নষ্ট হলো রাজনীতি ও সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক দাঙ্গা, বিভেদ। লাখো মানুষের চোখের জল, ধর্মীয় সম্প্রদায়ের নামে পাকিস্তানি শোষণ-শাসনের শৃঙ্খলে আমরা হলাম বন্দি। অনেক লড়াই সংগ্রাম, লক্ষ প্রাণ আর মায়ের ইজ্জতের দামে মুক্ত হলো পূর্ববাংলা তথা বাংলাদেশ। আবার ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে সাম্প্রদায়িক শক্তির উথ্যান। এসবের বিরুদ্ধে লড়াই আর সংগ্রামের শপথ নিয়ে রচিত এই “ইতিহাস কথা কও”।